বিশ্বের সকল মুসলিম দেশের নামের তালিকা এবং ওআইসির সদস্য রাষ্ট্রর তথ্য। মুসলিম দেশ কয়টি ও কি কি?

এই পোস্টে আমি মূলত মুসলিম দেশের নামের তালিকা, দেশ গুলোর মোট জনসংখ্যা এবং মুসলিম জনসংখ্যার পরিমান, টুকটাক তথ্য ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে আশা করবো মুসলিম দেশ গুলো সম্পর্কে আপনার ব্যাসিক একটা ধারনা তৈরি হয়ে যাবে। পোস্টের একদম শেষে মুসলিম প্রধান ইসলামিক দেশ গুলো নিয়ে কিছু ম্যাপ ছবি পাবেন বোনাস হিসাবে।

মুসলিম প্রধান দেশের নামের তালিকা

  1.  ইন্দোনেশিয়া
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. নাইজেরিয়া
  5. মিশর
  6. তুরস্ক
  7. ইরান
  8. সুদান
  9. আলজেরিয়া
  10. আফগানিস্তান
  11. মরোক্কো
  12. ইরাক
  13. মালয়েশিয়া
  14. সৌদি আরব
  15. উজবেকিস্তান
  16. ইয়েমেন
  17. সিরিয়া
  18. কাজাখস্তান
  19. নাইজার
  20. বুর্কিনা ফাসো
  21. মালি
  22. সেনেগাল
  23. তিউনেসিয়া
  24. গিনি
  25. সোমালিয়া
  26. আজারবাইজান
  27. তাজিকিস্তান
  28. সিয়েরা লিওন
  29. লিবিয়া
  30. জর্ডান
  31. সংযুক্ত আরব আমিরাত
  32. কিরগিজস্তান
  33. তুর্কেমেনিস্তান
  34. চাদ
  35. লেবানন
  36. কুয়েত
  37. আলবেনিয়া
  38. মৌরিতানিয়া
  39. ওমান
  40. বসনিয়া ও হার্জেগেভিনা
  41. গাম্বিয়া
  42. বাহরাইন
  43. কোমোরোস
  44. কাতার
  45. জিবুতি
  46. ব্রুনাই
  47. মালদ্বীপ

– মুসলিম দেশ গুলোর ম্যাপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ না অথচ ওআইসির সদস্যভুক্ত দেশ সমূহ – মুসলিম দেশ না হয়েও ওআইসির সদস্য

  1. টোগো
  2. উগান্ডা
  3. মোজাম্বিক
  4. গায়ানা
  5. সুরিনাম
  6. আইভরি কোস্ট (কোত দিভোয়ার)
  7. বেনিন
  8. গ্যাবন
  9. গিনি-বিসাউ
  10. ক্যামেরুন

(  উপরের তথ্য গুলোর ক্রেডিটঃ bdtelegraph24.com) 

যেসব দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম

  1.  বাংলাদেশ।
  2. সৌদি আরব।
  3. কুয়েত।
  4. ওমান।
  5. সংযুক্ত আরব আমিরাত।
  6.  বাহরাইন।
  7. ইয়েমেন।
  8. কাতার।
  9. জর্ডান।
  10. মালদ্বীপ।
  11. মালয়েশিয়া।
  12. ব্রুনাই।
  13. আফগানিস্তান।
  14. ফিলিস্তিন।
  15. ইরাক।
  16. ইরান।
  17. পাকিস্তান।
  18. মিসর।
  19. মরক্কো।
  20. সোমালিয়া।
  21. লিবিয়া।
  22. কোমোরোস।
  23. আলজেরিয়া।
  24. তিউনিসিয়া।
  25. জিবুতি ও
  26. মৌরিতানিয়া।

( জাগো নিউজ২৪) 

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি 

আয়তনের দিক থেকে হিসাব করলে এশিয়ার কাজাখস্থান হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। কাজাখস্থান বলতে গেলে অনেকটা ইউরোপ মহাদেশের সমান। রাশিয়ার পাশের এই দেশ যদিও মুসলিম দেশ হিসাবে পরিচিত তবে এখানে ইসলামিক অনেক কিছুই সোভিয়েত আমল থেকে নিষিদ্ধ(!!) 

বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ কোনটি

মালদ্বীপ। আমি এখনো এই তথ্য চেক করে দেখিনি তাই শিউর না। আমার কাছে ব্রুনাই কিংবা মালদ্বীপ এই দুইটা দেশের মধ্যে কোন একটা দেশ সবচেয়ে ছোট হওয়ার সম্ভাবনা বেশি। আপাতত মালদ্বীপ কেই উত্তর হিসাবে রাখছি। 

পৃথিবীতে কয়টি মুসলিম দেশ আছে

মুসলিম দেশের সংখ্যা ৫৬ টি। এই দেশ গুলো মূলত জনসংখ্যার দিক থেকে মুসলিম প্রধান এজন্যই এদের কে মুসলিম দেশ বলা হয়ে থাকে। এগুলো ইসলামিক কোন দেশ না।   

অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন বা ওআইসির এর সকল মুসলিম দেশের নাম

১. আফগানিস্তান

আফগানিস্তান ৯৯% মুসলিমের দেশ এবং আফগান কে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান। ব্রিটিশরা যখন দুনিয়াতে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলছিলো তখনও তারা আফগানের মুসলিমদের কাছে পরাজিত হয় এবং আফগান স্বাধীন ই থেকে যায়। এরপরে সোভিয়েত ইউনিয়ন ও চেষ্টা করেছে আফগানে তাদের সাম্রাজ্য বৃদ্ধি করতে কিন্তু ১০ বছর ধরে যুদ্ধ করেও শেষ মেশ পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে সোভিয়েত। আফগানের কাছে পরাজিত হওয়ার ধাক্কা সামাল দেওয়ার মত অবস্থা সোভিয়েতের ছিলো না এজন্য পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ই ভেঙ্গে যায় এবং তৈরি হয় ডজনের বেশি নতুন দেশ। রাশিয়া ইউক্রেন কাজাখস্থান বেলারুশ তুরকিমিনিস্থান ইত্যাদি।

আফগানিস্তান ওআইসিতে যোগ দেয় ১৯৬৯ সালে।

. আলবেনিয়া

 অনেকের কাছে আলবেনিয়া দেশটি নতুন লাগতে পারে কারন এই দেশটির নাম তেমন একটা শোনা যায় না। ইউরোপের অন্যতম মুসলিম প্রধান দেশ হলো আলবেনিয়া। অফিসিয়াল হিসাব মতে আলবেনিয়ার ৫৮% জনগণ মুসলিম। 

আলবেনিয়া ওআইসিতে যোগদান করে ১৯৯২ সালে। 

৩. আলজেরিয়া

আলজেরিয়া কে অনেকে আরব বা এশিয়ার দেশ মনে করে থাকতে পারেন! তবে আসলে আলজেরিয়া উত্তর আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ। ৪৪মিলিয়ন মানুষের মধ্যে ৯৯% মুসলিম। 

আলজেরিয়া ওআইসিতে যুক্ত হয় ১৯৬৯ সালে। 

৪ আজারবাইজান

সাম্প্রতিক সময়ে আর্মেনিয়া কে যুদ্ধে পরাজিত করে অনেকের কাছে নতুন করে পরিচিত হয়েছে আজারবাইজান। যদিও আজাইরবাইজানের বেশিরভাগ মানুষ ই শিয়া তবে এটিকেও মুসলিম দেশ হিসাবেই ধরা হয়! 

আজারবাইজান এর জনসংখ্যা ১০ মিলিয়ন এর মত আর ওআইসিতে যোগ দিয়েছে ১৯৯২ সালে। 

৫ বাহরাইন

 ১৯৭২ সালে ওআইসিতে যোগ দেয় বাহরাইন। এই দেশটির জনসংখ্যা অনেক কম মাত্র ১.৭৫ মিলিয়ন। এবং বাহরাইন এর ৭০% মানুষ মুসলিম এবং ৩০% জনগণ কাফের। 

৬ বাংলাদেশ

১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে ১৯৭৪ সালে ওআইসিতে যুক্ত হয় বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা ১৬৬মিলিয়ন এর বেশি এবং ৯১% জনগন ই মুসলিম। 

৭ বেনিন

আফ্রিকার একটি দেশ বেনিন। জনগনের মাত্র ২৪% হলেও এই দেশটি ওআইসির সদস্য। ১৯৮৪ সালে অইসাইতে যুক্ত করা হয়েছে বেনিন কে।

৮ Bruni

 দেশটি ছোট হলেও সম্পদ অনেক। মালেশিয়ার পাশে ছোট এই দেশটি ১৯৮৪ সালে ওআইসিতে সদস্য হয়। ব্রুনাই এর জনসংখ্যা মাত্র  ০.৪৪ মিলিয়ন এবং 78.8 % জনগন মুসলিম। 

৯ Cameroon

 আফ্রিকার আরেকটি দেশ ক্যামেরুন। ১৯৭৪ সালে মানে বাংলাদেশের সাথে একই বছরে ক্যামেরুন ওআইসিতে সদস্য হয়। ২৭ মিলিয়ন জনগনের এই দেশের ২০% মানুষ মুসলিম। 

১০ Chad 

আফ্রিকার গরীব একটি দেশ। ১৯৬৯ সালে ওআইসিতে সদস্য হয় চাদ ১৬ মিলিয়ন মানুষের অর্ধেক মানে ৫৩% মানুষ মুসলিম ।

১১ Comoros

কমরজ এর ৯৮% ই মুসলিম এটা আমার জানা ছিলো না। ভেবেছিলাম আফ্রিকার অন্য দেশের মত এখানেও কিছু % জনগণ মুসলিম। কিন্তু এখন দেখি ৯৮% জনগন ই মুসলিম।

১৯৭৬ সালে ওআইসিতে সদস্য লাভ করে । মোট জনসংখ্যা ১ মিলিয়নের কম! 

১২ Djibouti

জিবুতির জন্য আক্ষেপ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি লোকেশনে দেশটির অবস্থান এজন্য পৃথিবীর বিভিন্ন সুপার পাওয়ার দেশের সামরিক ঘাটি আছে এখানে। ৯৪% জনগন মুসলিম হলেও এই দেশটি তার সরকারের কারনে অন্য দেশের দাস হিসাবেই থেকে যাচ্ছে। জিবুতি মুসলিম প্রধান দেশ হয়েও এই অবস্থা দেখে খারাপ ই লাগে।  জিবুতি ১৯৭৮ সালে ওআইসিতে সদস্য হয়। 

১৩ Egypt 

১৯৬৯ সালে ওআইসির সদস্য হয় মিসর।  মোট জনগণ ১০৪মিলিয়ন এবং ৯০% মুসলিম। মিসরের ক্ষমতায় আছে জালেম সিসি। যাকে নতুন ফেরাউন ও বলে থাকে অনেকে। 

১৪ Gabon

Gabon ১৯৭৪ সালে ওআইসিতে সদস্য পদ পায়। ২ মিলিয়ন জনগণের এই দেশের মাত্র ১০% মুসলিম। 

১৫ Gambia

গাম্বিয়ার মোট জনগণ আড়ায় মিলিয়ন  এবং ৯০% ই মুসলিম। রিসেন্টলি বার্মার বিরুদ্ধে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে লড়াই করে মুসলিমদের মাঝে পরিচিত পেয়েছে 

১৬ Indonesia

বিশ্বের সবচাইতে বেশি মুসলিম বাস করে ইন্দোনেশিয়াতে। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া প্রথম। ১৯৬৯ সালে ওআইসিতে যোগ দেওয়া এই দেশের ৮৭% জনগন মুসলিম। এত এত মুসলিম থাকার পরেও ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমানে মুশ্রিকি কালচার, ওদের টাকায় হিন্দুদের মূর্তির ছবি ইত্যাদি বিদ্যমান। আসলে ওরা মুসলিম হলেও কাফেরদের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি অনেকে। 

ইন্দোনেশিয়ার হিন্দু প্রধান রাজ্য হলো বালি, এই বালিতেই মুভি, পর্ণ, ড্রাগ, পতিতাদের স্বর্গরাজ্য। অপরদিকে আচেহ প্রদেশ হলো অনেকটা ইসলামিক আইনে চলা রাজ্য। এই রাজ্য অবৈধ ভাবে পতিতা ড্রাগ এসবের মাধ্যমে টাকা কামিয়ে বড়লোক না হলেও এদের রাজ্যে শান্তি আছে। 

কেউ যদি মালেশিয়া ইন্দোনেশিয়া ঘুরতে যান তাহলে বালিটালি না ঘুরে আচেহ প্রদেশ ঘুরে আসুন।

১৭ Iran

শিয়াদের দেশ। মুসলিমদের গালি দেওয়া, রাসুল(সা) এর সাহাবীদের গালি দেওয়া কাফের বলা নানা রকম মিথ্যা অপবাদ দেওয়া শিয়াদের কাছে সওয়াবের কাজ(!) 

এদের অনেকে আলি(রা) কে নবীর চাইতে বেশি মনে করে।  অনেকে মনে করে জিবরাইল(আ) আলি (রা) কে ওহি না দিয়ে হজরত মোহাম্মদ (সা) কে ওহি দিয়ে ভুল করেছে(!)

আমার কথা গুলো বিলিভ না হলে শিয়াদের সম্পর্কে জানার চেষ্টা করলেই সত্যতা পাবেন। তবে শিয়ারা হলো ভণ্ড টাইপ। এরা যখন ধরা খাই খাই অবস্থা তখন বলবে আমরা সাহাবীদের গালি দেয় না কাফের বলি না ইত্যাদি কিন্তু এদের বই পুস্তক দেখেন তাহলে দেখবেন এরা চরম জঘন্য ভাবে সাহাবীদের ঘৃণা করে।

হজরত আলি, ফাতেমা, হাসান, হোসাইন সহ আর কিছু অল্প কয়েকজন সাহাবী ছাড়া অন্য সাহাবীদের কাফের বলে শিয়ারা। আবু বকর, অমর ফারুক, উসমান (রা) ইনাদের কে কাফের বলে এবং গালি দেয়াকে শিয়ারা রিতিমত ভালো কাজ মনে করে থাকে। 

১৮ Iraq

আমরা যারা এখন যুবক তাদের কাছে ইরাক মানেই গাড়ি বোমা  হামলা, সাদ্দাম হোসেন, আমেরিকান প্রেসিডেন্ট কে জুতা মারা!

ইরাক ১৯৭৫ সালে ওআইসিতে যুক্ত হয় এবং এর ৯৭% মানুষ মুসলিম। 

১৯ Ivory Coast

২০ Jordan

আরবের অন্যতম মুসলিম দেশ জর্ডান। জর্ডানের রাজা এই দেশকে পরিচালিত করে থাকে। ব্রিটিশদের সাহায্যে এরা রাষ্ট্র গঠন এবং টিকিয়ে রেখেছিলো। জর্ডানের মোট জনগণ ১০ মিলিয়ন এর মত এবং ৯৪% মুসলিম। ১৯৬৯ সালে জর্ডান অয়াসিতে যুক্ত হয়। 

২১ Kazakhstan

আফগানদের কাছে পরাজিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়, তৈরি হয় অনেক গুলো নতুন নতুন দেশ। কাজাখস্থান সেই দেশ গুলোর অন্যতম। বিশাল আয়তনের এই দেশের জনসংখ্যা ১৯ মিলিয়ন এবং ৭০% মানুষ মুসলিম। 

আমরা যে বোখারি শরিফ হাদিসে বই এর নাম শুনে থাকি? এই বই এর লেখক ইমাম বোখারির জন্ম এই অঞ্চলের বোখারা নামক এলাকাতে।

এক সময় ইসলামিক কেন্দ্র এই দেশ থেকে সোভিয়েতরা ইসলাম কে মুছে ফেলতে অনেক চেষ্টায় করেছে। সেসব চেষ্টা পুরোপুরি ভাবে সফল না হলেও কিছুটা সফল হয়েছে। সোভিয়েত ভেঙ্গে গেলেও ইসলাম বিরোধি অনেক আইন কানুন এখনো কাজাখস্থানে বিদ্যমান। 

২২ Kuwait 1969

২৩ Kyrgyzstan 1992

২৪ Lebanon

অনেকে লেবানন কে মুসলিম দেশ মনে করে। তবে লেবানন সম্পর্কে জানলে অবাক হতে হয়। লেবাননের অর্ধেক মানুষ খ্রিষ্টান এবং বাকি অর্ধেকের অর্ধেক সুন্নি শিয়া ভাগে বিভক্ত।

এজন্য লেবাননের নিয়ম হলো সেখানের প্রধানমন্ত্রী হবেন সুন্নি, প্রেসিডেন্ট হবেন খ্রিষ্টান এবং সংসদের স্পীকার হবেন শিয়া! 

কিছুদিন আগে লেবাননের বৈরুতে  বিশাল বিস্ফোরণের কারনে বিশ্বে আবারো লেবানন নতুন ভাবে নিউজে আসে। 

লেবাননের মোট জনগণ ৬ মিলিয়নের একটু বেশি। ৫৮% মুসলিম। ১৯৬৯ সালে ওআইসিতে যোগ দেয়।

২৫ Libya

গাদ্দাফির লিবিয়া। একসময় সম্পদের দেশটি এখন যুদ্ধে বিধ্বস্ত। যে যার মত ক্ষমতা প্রয়োগ করে দেশটাকে এখন গিলে খাচ্ছে। 

১৯৬৯ সালে ওআইসিতে লিবিয়া যোগ দেয়। লিবিয়ার ৯৬% জনগণ মুসলিম।

২৬ Malaysia

বাংলাদেশ থেকে যে কয়টা দেশে বেশি শ্রমিক পাঠানো হয় তার মধ্যে মালেশিয়া অন্যতম। ইন্দনেশিয়ার পাশের দেশ মালেশিয়া ১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। মালেশিয়ার মোত জনগণ ৩২ মিলিয়ন এবং ৬১% মানুষ মুসলিম। 

২৭ Maldives

খুবই ছোট দেশ হলেও টুরিস্টদের কাছে অন্যতম পছন্দের দেশ হলো মালদ্বীপ। ১৯৭৬ সালে ওআইসিতে যুক্ত হয়। মালদ্বীপের জনসংখ্যা মাত্র হাফ মিলিয়ন! এবগ্ন ১০০% মানুষ ই মুসলিম।

২৮ Mali

 মালি এক সময় পৃথিবীর অন্যতম ধনি রাজ্য ছিলো কিন্তু এই খনিজ সম্পদের লোভে ফ্রান্স মালিকে বার বার আক্রমন করেছে এবং এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

এখন আমরা মালি বলতে বুঝি আফ্রিকার গরীব একটি দেশ! 

মালি ১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। ২০ মিলিয়ন মানুষের মধ্যে ৯৪% মানুষ মুসলিম।

মালিতে এখনো যুদ্ধ চলছে।

২৯ Pakistan

পাকিস্তান ১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। ২২৫ মিলিয়ন মানুষের বাস এই দেশে যার ৯৫% মুসলিম। 

Palestine 1969 4.92 M 91.0 %

৩০ Qatar

ছোট দেশ, অল্প মানুষের দেশ হলেও কাতারের সম্পদ, ক্ষমতা, প্রভাব কিন্তু অনেক বেশি। সৌদি বাহরাইন আরব আমিরাত সবাই মিলে কাতারকে অবরোধ করেও কাতারকে দমিয়ে রাখতে পারেনি। আফগান ইস্যু, শান্তি আলোচনা সহ নানা গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে আসছে কাতার।

১৯৭২ সালে কাতার ওআইসিতে যুক্ত হয়। 

৩১ Saudi Arabia

সৌদি আরব। ইসলামের দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনার দেশ এই সৌদি এখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আলেমদের জেলে দেওয়া হচ্ছে, গায়িকা নায়িকা ভাড়া করে সৌদিতে রাজকীয় অনুষ্ঠান সাজানো হচ্ছে!! মসজিদ এবং জেদ্দার সাধারন মুসলিমদের বিল্ডিং ভেঙ্গে সিনেমা হল, ইউরোপের মত নগ্ন শহর বানানো হচ্ছে।

১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। জনগন ৩৫ মিলিয়ন এবং ৯৯% মুসলিম। 

৩২ Sudan

মিসরের পাশের দেশ। সৌদি আরব আর সুদানের মধ্যে লোহিত সাগর অবস্থিত। সুদানের সাথে ইসলামের ইতিহাস অনেক ভাবেই জড়িত। 

সুদান ১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। সুদানের মোট জনসংখ্যা ৪৫ মিলিয়ন এর মত এবং ৭০% মুসলিম। 

৩৩ Tunisia

আফ্রিকার আরো একটি মুসলিম দেশ। ১১ মিলিয়ন মানুষের ৯৯% মানুষ মুসলিম। ১৯৬৯ সালে ওআইসির সদস্য হয়। 

৩৪ Turkey

উসমানী খিলিফতের দেশ তুরস্কের ৯৯% মুসলিম ( অনেকে আছে চরম মাত্রার মুনাফিক) 

তুরস্ক ১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হয়। তুরস্কের মোট জনসংখ্যা ৮৫ মিলিয়ন এর মত। 

৩৫ Uganda

বাংলাদেশ কে নিয়ে খোচা মারা যেকোনো কথা বলতে অনেকেই তাচ্ছিল্ল্য করে উগান্ডার কথা বলে থাকেন। সেভাবেই উগান্ডা আমাদের মাঝে বেশ পরিচিত। ৪৭মিলিয়ন মানুষের মধ্যে ১২% মুসলিম জনসংখ্যার এই দেশ ১৯৭৪ সালে ওআইসিতে যুক্ত হয়। 

৩৬ United Arab Emirates

নামে মুসলিম হলেও দেশটি পিউর জালেম একটি দেশ। ইসলাম আর মুসলিমদের দমিয়ে রাখতে অনেক অমুসলিম দেশের সাথেই আরব আমিরাতের রাজার নানারকম চক্রান্ত বিদ্যমান। 

ডুবাই কে তো রীতিমত উলঙ্গ নারীর দেশ বানিয়ে ফেলেছে। মদ নগ্নতা জুয়া কি নেই আরব আমিরাতে? হিন্দুদের জন্য মন্দির করলেও মুসলিমদের ব্যাপারে চুপ থাকে! 

আরব আমিরাত ১৯৭৪ সালে ওআইসিতে যুক্ত হয়েছে। 

৩৭ Uzbekistan

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে নতুন তৈরি হওয়া দেশের একটি হলো এই উজবেকিস্থান। ১৯৯৬ সালে তারা ওআইসিতে যুক্ত হয়েছে। 

৩৮ Yemen

সৌদি ইয়েমেন যুদ্ধ নিয়ে মাঝে মধ্যেই আন্তর্জাতিক খবরের অংশ হয় ইয়েমেন। ইয়েমেনের সাথে মুসলিম এবং ইসলাম এর ইতিহাস বেশ শক্ত ভাবে জড়িয়ে আছে। 

১৯৬৯ সালে ওআইসিতে যুক্ত হওয়া ইয়েমেনের মোট জনসংখ্যা ৩০মিলিয়ন এবং ৯৮% মানুষ মুসলিম। ইয়েমেনের যুদ্ধের অন্যতম একটি কারন হলো সেদেশের শিয়া হুথিরা ইয়েমেনের ক্ষমতা দখল করতে চাই অপরদিকে সৌদিরা কোন ভাবেই ইরানের ডিরেক্ট পুতুল এই হুথিদের কে সৌদির একদম পাশ ঘেঁষে ঘাটি করতে দিতে পারে না। হুথিদের হটিয়ে সৌদি পন্থি কাউকে ক্ষমতায় বসাতেই মূলত এই যুদ্ধ। যদিও ক্ষমতার লড়াইয়ে বেশি অক্ষমতাধর গরীব নিরিহ মানুষ ই বেশি মারা যাচ্ছে। 

নামিবিয়া মুসলিম

নামিবিয়া কোন মুসলিম দেশ না।    নামিবিয়াতে মুসলিম জনসংখ্যা মাত্র ০.৪%


ন্যাটোর মুসলিম সদস্য দেশ কয়টি

ন্যাটোর মুসলিম সদস্য দেশ শুধুমাত্র তুরস্ক! সুতরাং বুঝতেই পারছেন ন্যাটোর মুসলিম দেশের সংখ্যা ১। 

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত

এ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫৫ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি,বিশ্বের প্রায় ৫৬ টি দেশ মুসলিম প্রধান । 

 
মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ কততম

বাংলাদেশ মুসলিম দেশ হিসাবে কততম না নির্ভর করছে কিসের হিসাবে মাপা হচ্ছে তার উপর। মুসলিম জনসংখ্যার উপর হিসাব করলে মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান  ৪র্থ। 

দেশের আয়তনের হিসাব করলে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে যেহেতু আমাদের দেশের আয়তন অনেক কম। 

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২২

শেষ গবেষণা মতে ২০২২ সালে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটির মত। এরমদ্ধে কিছু শিয়াও আছে। 

বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে কত সালে

বাংলাদেশ ১৯৭৪ সালে  ওআইসির সদস্য পদ লাভ করে


এশিয়া মহাদেশের মুসলিম দেশ কয়টি

বেশিরভাগ মুসলিম দেশ এশিয়া মহাদেশেই অবস্থিত। 

  • সৌদি আরব, 
  • পাকিস্তান, 
  • বাংলাদেশ
  • আফগানিস্তান, 
  • ইরাক,
  • ইরান, 
  • জর্ডান, 
  • মালদ্বীপ, 
  • ব্রুনাই, 
  • মালেশিয়া, 
  • ইন্দোনেশিয়া,
  • ইয়েমেন, 
  • অমান, 
  • সিরিয়া


১০০% মুসলিম দেশ কোনটি

  1. মালদ্বীপ
  2. মৌরতানিয়া


৬৫ টি মুসলিম দেশের নাম ৫৭টি মুসলিম দেশের নাম

৬৫ টি মুসলিম দেশ আছে কিনা সেটা আগে দেখতে হবে। পৃথিবীতে মুসলিম প্রধান দেশের সংখ্যা ৫৬টি।

ইউরোপে মুসলিম দেশ কয়টি

ইউরোপের কিছু মুসলিম দেশঃ 

  1. বসনিয়া, 
  2. আলবেনিয়া, 
  3. তুরস্ক, 
  4. কসোভো

মুসলিম দেশ গুলোর ম্যাপ এবং অন্যান্য

পোস্ট কন্টেন্ট ট্যাগ

  1. বাংলাদেশ ওআইসির কততম সদস্য
  2. ওআইসি এর পূর্ণরূপ কি
  3. Bangladesh in OIC
  4. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে
  5. ওআইসি সদস্য দেশ
  6. Oic এর বর্তমান সদস্য দেশ কয়টি
  7. বাংলাদেশ ওআইসির কততম সদস্য
  8. ওআইসি এর মূল অঙ্গ সংগঠন কয়টি
  9. ওআইসি বর্তমান মহাসচিব কে
  10. ওআইসি কি
  11. ওআইসি বাংলাদেশ
  12. মুসলিম দেশের নাম – মুসলিম দেশ কয়টি
  13. আফ্রিকার মুসলিম দেশ কয়টি
  14. মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ কততম
Next Post Previous Post